মান্দায় জুলাই গণঅভ্যূত্থানে শহীদ রাসেল স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						রবিবার, ২০ জুলাই, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৪৮																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
 আল আমিন নওগাঁ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫জুলাই গণঅভ্যূত্থান উপলক্ষে “এক শহীদ, এক বৃক্ষ” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় শহীদ রাসেল রানার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ রাসেলের নামে একটি জারুল গাছের চারা রোপণ করা হয়। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এ চারা রোপণ করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী।উপজেলা প্রশাসন ও সোস্যাল ফরেস্ট্রি প্ল্যানটেশন সেন্টার (এসএফপিসি) রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ ও নজরুল ইসলামউপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশিষ দেকশব ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল আরেফিন
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা খাতুন
উপ-প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী শামীমা ইসলাম সাথী ও সদস্য ওয়াসিম রাজুশহীদ রাসেলের বাবা পিন্টু রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গঅনুষ্ঠানে ইউএনও আখতার জাহান সাত্রী বলেন,> “জুলাই গণঅভ্যূত্থান স্মরণে শহীদ রাসেল রানার নামে একটি গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।”প্সঙ্গত, শহীদ রাসেল রানা (২০) কশব ভোলাগাড়ী গ্রামের বাসিন্দা ও পিন্টু রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর শহীদ গেজেট নম্বর ২৭২।
–
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন