মোঃ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ প্রতিনিধি
আজ ১৯ জুলাই শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গেল এক হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা। মাত্র কয়েক মাস বয়সী একটি নিষ্পাপ শিশু ভুল চিকিৎসার শিকার হয়ে প্রাণ হারিয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির শোকাহত পরিবার। জানা গেছে, শিশুটিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালের ৬ তলা, ৩০ নম্বর ওয়ার্ডে। রোগীর স্বজনদের অভিযোগ, সেখানে চিকিৎসা চলাকালে ডাক্তার, নার্স এবং ওয়ার্ডবয়দের চরম অবহেলা, দায়িত্বহীনতা ও অমানবিক ব্যবহার দেখা যায়। অভিযোগ রয়েছে, সঠিক সময়ে চিকিৎসা না দেওয়া, ভুল ওষুধ প্রয়োগ এবং অপ্রয়োজনীয় দেরির কারণে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন এবং মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক ঘিরে বিক্ষোভ করেন শিশুটির পরিবার ও স্বজনরা। তাদের আহাজারি, কান্না ও প্রতিবাদে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতালের প্রধান ফটক। জনমনে চেপে বসে একধরনের বিষণ্নতা ও ক্ষোভ।একজন স্বজন কান্নাভেজা কণ্ঠে বলেন,”আমরা চিকিৎসার জন্য এসেছিলাম, লাশ নিয়ে ফিরছি। যারা এমন অবহেলা করেছে, তাদের বিচার চাই।”এই ঘটনাটি শুধুমাত্র একটি পরিবারের হৃদয়ভাঙা ক্ষতি নয়, বরং দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর একটি বড় প্রশ্নচিহ্ন টেনে দিয়েছে।
স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাধারণ মানুষের আহ্বান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার কারণে যেন আর কোনো প্রাণ না ঝরে পড়ে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আমরা জবাব চাই। আমরা বিচার চাই। আমরা চাই অবহেলামুক্ত, মানবিক ও শিশু-নিরাপদ চিকিৎসা ব্যবস্থা। প্রতিটি জীবনের প্রতি সন্মান ও যত্ন চাই।