নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						শনিবার, ১৯ জুলাই, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৫৪																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 
১৯ জুলাই — বাংলা সাহিত্যের প্রথিতযশা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১৯ জুলাই) পালিত হচ্ছে নানা আয়োজনে। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি।হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হয় এবং তা তাঁকে রাতারাতি খ্যাতি এনে দেয়। এরপর একে একে ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘দেয়াল’, ‘শঙ্খনীল কারাগার’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাস রচনা করেন তিনি।সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে হুমায়ূন আহমেদের অবদানও প্রশংসিত। ‘আগুনের পরশমণি’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘শ্যামল ছায়া’ তাঁর পরিচালিত আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। ‘এই সব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’সহ তাঁর রচিত নাটকগুলো আশির দশকে দর্শকপ্রিয়তা অর্জন করে।তাঁর সৃষ্ট ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ চরিত্রগুলো তরুণ প্রজন্মের কাছে আজও জনপ্রিয়। তিনি একুশে পদক (১৯৯৪), বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ (১৯৯৩ ও ১৯৯৪) বিভিন্ন স্বীকৃতি লাভ করেন।মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেখকের জন্মস্থান নেত্রকোনাসহ সারা দেশজুড়ে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করছেন এই সাহিত্যপ্রতিভাকে।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন