দিগরাজ বাজার রেল গেটের পর থেকে মোংলা বন্দরের গেট পর্যন্ত, রাস্তা যেন এক মরন ফাঁদে পরিনত হয়েছে শিরোনামে নিউজ প্রকাশ হওয়ার পর রাস্তার কাজ শুরু
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						শনিবার, ১৯ জুলাই, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৫৬																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                    
                        
মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী অভিযান নিউজ টিভিকে। অভিযান নিউজ টিভিতে খবর প্রকাশ হওয়ার পর থেকে খুলনা মহাসড়কের দিগরাজ বাজার রেল গেটের পর থেকে মোংলা বন্দরের গেট পর্যন্ত, রাস্তা যেন এক মরন ফাঁদে পরিনত হয়েছে। শত শত গর্ত আর কাদা মিলে বৃষ্টির পর এই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এতে করে শুধু যাত্রী নয়, স্থবির হয়ে পড়েছে মোংলা বন্দর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যও। এই ভিডিও নিউজ প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের ফলে কাজ চলছে সড়কের। রাস্তা দিয়ে যাতায়াত রত সকল যাত্রী ও যানবাহন চালকেরা ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন অভিযান নিউজ টিভিকে এভাবেই এলাকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে পাশে থাকার জন্য। সাথে সাথে অভিযান নিউজ টিভির সাফল্য ও সামনের পথ চলা আরো গতিময় হোক সেই কামনা করেছে।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন