জুলাই গণহত্যার বিচার দাবিতে শরীয়তপুরে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি,শরীয়তপুর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গতকাল জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার ও ন্যায়বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই দ্রোহ’ শিরোনামের এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা অংশ নেন।শরীয়তপুর সদর উপজেলার উত্তর বাজার মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মামুন চত্বর (চৌরঙ্গী মোড়) গিয়ে সমাবেশে রূপ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা না রয় তাকবীর আল্লাহু আকবার,গণহত্যার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান। তিনি বলেন, “জুলাই মাসে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রাষ্ট্রকে অবশ্যই এই বিচার নিশ্চিত করতে হবে।সংগঠনের বর্তমান জেলা সভাপতি সাখাওয়াত কাওসার তার বক্তব্যে বলেন, “গণহত্যার মতো ঘটনাকে কিছুতেই উপেক্ষা করা যায় না। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।” জেলা সেক্রেটারি কামরুজ্জামান কাউসার বলেন, “ইতিহাসের পুনরাবৃত্তি রোধ করতে হলে অবশ্যই অতীতের সকল অপরাধের বিচার হতে হবে।”মিছিলে অংশ নেওয়া কলেজ ছাত্র রফিকুল ইসলাম বলেন, আমরা শুধু বিচার চাই। আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে হবে। স্থানীয় দোকানদার আব্দুল মজিদ বলেন, এ ধরনের আয়োজন আমাদের ন্যায়বিচার পাওয়ার আশা জাগিয়ে তোলে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন