পাথর মেরে বর্বরোচিত হ*ত্যা*সহ দেশব্যাপী চাঁদা*বাজী ও সন্ত্রা*সী কর্ম*কান্ডের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে “বিক্ষোভ মিছিল”অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১২ জুলাই, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

শেখ জায়েদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে রাজধানী ঢাকায় পাথর মেরে বর্বরোচিত হ*ত্যা*সহ দেশব্যাপী চাঁদা*বাজী ও সন্ত্রা*সী কর্ম*কান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাত দশটার দিকে শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যেগে পাথর মেরে বর্বরোচিত হ*ত্যা*সহ দেশব্যাপী চাঁদা*বাজী ও সন্ত্রা*সী কর্ম*কান্ডের প্রতিবাদে বিক্ষো়ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বর এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। প্রতিবাদ সভা বক্তব্য রাখেন শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, সাব রেজিস্ট্রার জামে মসজিদের পেশ ইমাম মুফতি বজলুর রহমান আরেফী, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন