1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপারঃ হত্যাকান্ডে জড়িত ০৩ জন আটকসহ হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার চাঁদা না দেওয়ায়, মৌমিতা পরিবহনের সুপারভাইজার কে মারাত্মক জখম। খুলনার দাকোপে পাওনা টাকা আদায়ে সার ও বিষ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত সমিতি থেকে লক্ষ টাকা চাঁদাবাজি দাকোপে চরম অব্যবস্থাপনার মধ্যদিয়ে সমবায় দিবস পালিত নেতৃত্বে মজনু, ডলার ও আজাদ বগুড়ায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের কমিটি গঠিত নরসিংদীতে  ইএম মেহেদী হাসান এর জনসংযোগ  খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোনা জেলার ৫ জন উপজেলা প্রতিনিধিকে ১ বছর ধরে কার্যক্রম না করায় স্থায়ীভাবে বহিষ্কার করা হলো সোনামুখী মেলার মেয়াদ শেষ,প্রশাসনের উচ্ছেদ অভিযান

তারেক রহমানের নির্দেশনা তৃণমূলের সম্মেলনের মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত করতে হবে: মনিরুজ্জামান মন্টু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

দীর্ঘ দিন পর উৎসব মুখর পরিবেশে খুলনার পাইকগাছা পৌরসভার ১, ২ ও ৫ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের কর্মী সমার্থক দের সাথে করে সম্মেলন স্থলে হাজির হয়। সম্মেলন স্থলে মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার ছিল চোখের পড়ার মতো। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সন্মেলনে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপিকে সুসংগঠিত করতে হলে তৃণমুল পর্যায় থেকে সম্মেলনের মাধ্যমে করতে হবে। এর কোন বিকল্প নেই। এটা তারেক রহমানের নির্দেশনা। তিনি বলেন, দেড় যুগ বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি গুম খুন নির্যাতনের শিকার হয়েছে। সম্মেলনে ৫ আগস্টে পূর্বে যারা দলের কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিল, যারা পরোক্ষভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদের কমিটিতে স্থান দেওয়া হবে না। ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে। একটি রাজনৈতিক দল ইসলাম ধর্মের নাম তুলে ফায়দা হাসিল করতে চাই। সে ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পাইকগাছা পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ও সদস্য সচিব এস এম ইমদাদুল হক। পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও মোহর আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন । এসময় উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য এসএম এমদাদুল ইসলাম, শেখ শাহাদাত হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, অ্যাড. একরামুল হক ও সরদার ফারুক হোসেন সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ১নং ওয়ার্ডে সম্পাদক পদে মোঃ রুহুল আমিন সরদার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুর রহমান জনি’র প্রাপ্ত ভোট (২২)। আর সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন গাজী। ২নং ওয়ার্ডে সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সেক্রেটারি রুবেল সরদার এবং সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম গাজী। ৫নং ওয়ার্ডে সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, সেক্রেটারি মোশারফ হোসেন বাবলু এবং সাংগঠনিক সম্পাদক জিএম জাকির হোসেন। নির্বাচনের দায়িত্বে ছিলেন মিজানুর রহমান, প্রণব কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক এবং প্রভাষক আবু সাঈদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট