মাদারীপুরের শিবচরে আম বাগান থেকে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৯ জুলাই, ২০২৫
-
৪১
বার পড়া হয়েছে
Oplus_16908288

শেখ জায়েদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামে আব্দুর বারেক ফকির (৭৮) নামে এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে গ্রামসংলগ্ন একটি আমবাগানে আমগাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত বারেক ফকির ওই এলাকার আব্দুল ফকিরের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। নিহতের চাচাতো ভাই বলেন, বারেক ফকির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক কিছু বিষয় নিয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের ধারণা। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না কি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন