সিরাজগন্জ কাজিপুরে দুর্গম চরে ৫ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধি:
কাজিপুর উপজেলার দূর্গম চরে পাঁচ বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায়। এই ঘটনায় আজ বুধবার (২ জুলাই) কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা। থানায় দেয়া অভিযোগসূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশের টিউবওয়েলে পা ধুতে যায়। এসময় প্রতিবেশী শামছুল হক(৬০) ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি নির্জন গলির মধ্যে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিশুটি ব্যথা পেয়ে কাতরে উঠলে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত সটকে পড়ে শামছুল হক। এরপর মা তাকে গোসল করাতে গেলে শিশুটি তখন শরীরে ব্যথার কথা জানায় এবং ব্যথা পাবার ঘটনা বলে দেয়। এদিকে এই ঘটনার পর থেকে শামছুল বাড়ি থেকে আত্মগোপনে চলে গেছে। তবে লোক মারফত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কাজিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জানান, বিকেলে থানায় এজাহার দায়ের হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন