ঝিনাইগাতী ইউএনও’র হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গুচ্ছ গ্রামে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন (শেরপুর) সংবাদদাতাঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গোমড়া গুচ্ছ গ্রামে। মঙ্গলবার ১ জুলাই বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গৃহহীন মমেনা বেগম ও শেফালী বেগমকে দুই খালি ঘরে ওই দুই পরিবারকে উঠিয়ে দেন। গৃহহীন বিধবা নারী মমেনা বেগমকে নিয়ে অনেক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের দৃষ্টিগোচর হয়। পরে মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গোমড়া গুচ্ছ গ্রামে ওই দুই গৃহহীন পরিবারকে মাথাগোঁজার ঠাই করে দেন। ওই দুই গৃহহীন পরিবার মাথাগোঁজার ঠাই হওয়ায় খুৃশিতে তারা আত্মহারা। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ইউএনও আশরাফুল আলম রাসেলকে দু হাত তুলে দোয়া করেন। ওই দুই গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের সময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন