শেরপুরের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫											
												
																																			
-  
											 
																																			১৬১																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতি নিধি।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন শ্রীবরদী ও ঝিনাইগাতীর সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।৩০ জুন রাতে মাহমুদুল হক রুবেল দলীয় নেতাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদেরকে আথিকসহ যাবতীয় সহযোগীতার আশ্বাস দেন।৩০ জুন সোমবার ভোরে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডে মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়।পরিদর্শনকালে সাবেক এমপিকে দোকান মালিকরা জানান, ভোরে ঘুমের ভেতর জানতে পারেন দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন আগুন জ্বলছে। আগুনের তীব্রতা বেশি থাকায় কোন মালামাল বের করতে পারে নাই তারা। পরে শ্রীবরদী ও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মালামাল ও দোকান ঘর সম্পূর্ণ আগুনে ছাই হওয়ায় সবকিছু হারিয়ে পথে বসে গেছেন ব্যবসায়ীরা। পূজি হারিয়ে এখন দিশেহারা ব্যবসায়ীরা।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন