1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা জেলার ৫ জন উপজেলা প্রতিনিধিকে ১ বছর ধরে কার্যক্রম না করায় স্থায়ীভাবে বহিষ্কার করা হলো সোনামুখী মেলার মেয়াদ শেষ,প্রশাসনের উচ্ছেদ অভিযান নন্দীগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা নির্বাচনী প্রচারণায় পথ র‍্যালী তে বিশাল আলোচিত কর্ণেল আব্দুল হক – নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী বর্ধিত সভা পন্ডিতপুকুর স্কুল হল রুম নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী বর্ধিত সভা পন্ডিতপুকুর স্কুল হল রুম একইদিনে অল্প সময়ের ব্যবধানে চাচা ভাতিজির মৃত্যু কুয়েতে “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রবাসে শ্রমিকের কার্যকলাপে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ধর্মপাশায় একে পরিবারে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু।

মাস্ক-হেলমেট পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম বরিশাল জেলা প্রতিনিধি

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রলীগ। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল।বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের সরদার কলোনি সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে ডাক্তার তোতা সড়কে গিয়ে শেষ হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে ২৫ থেকে ৩০ জন কিশোর ও বিভিন্ন বয়সের ব্যক্তি অংশগ্রহণ করেন। পুরো মিছিলটি সর্বোচ্চ পাঁচ মিনিট স্থায়ী ছিল।জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়। এর আগেও জেলা শহরে একাধিকবার জেলা ছাত্রলীগের ব্যানারে এমন ঝটিকা মিছিল বের করা হয়েছিল।ভিডিও ছড়িয়ে পড়ে রাতেইরাত ১২টার পর থেকেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে।৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ছবিসহ, শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার হাতে নিয়ে নির্জন সড়কে মিছিল করছেন কয়েকজন তরুণ।তারা স্লোগান দেন:

“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”

“শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”

“শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”

“অবৈধ সরকার, মানি না, মানবো না”

ব্যানারে লেখা ছিল: “আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও অবৈধ আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।”প্রত্যক্ষদর্শীর বর্ণনামিছিলের প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,> “সরদার কলোনি একটি আবাসিক এলাকা। এই এলাকায় ডিসি, এসপি ও জেলা জজের সরকারি বাসভবন রয়েছে। মূল সড়কে কয়েকজন তরুণকে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা হঠাৎ একটি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি সর্বোচ্চ পাঁচ মিনিট স্থায়ী ছিল। কারো মুখ চেনা যায়নি, সবাই মাস্ক পরে ছিল। দ্রুতই তারা স্থান ত্যাগ করে।”পুলিশ জানে না কিছুঝটিকা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে হলেও এ বিষয়ে অবগত নয় পুলিশ।বিষয়টি জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন,> “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ঝটিকা মিছিল হয়েছে কিনা জানা নেই। তারা গোপনে শহরের নির্জন এলাকা বা অলিগলিতে চোরের মতো করে থাকতে পারে। যেহেতু আওয়ামী লীগ এবং তার সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাই এ ধরনের মিছিল বেআইনি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট