1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার দাকোপে পাওনা টাকা আদায়ে সার ও বিষ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত সমিতি থেকে লক্ষ টাকা চাঁদাবাজি দাকোপে চরম অব্যবস্থাপনার মধ্যদিয়ে সমবায় দিবস পালিত নেতৃত্বে মজনু, ডলার ও আজাদ বগুড়ায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের কমিটি গঠিত নরসিংদীতে  ইএম মেহেদী হাসান এর জনসংযোগ  খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোনা জেলার ৫ জন উপজেলা প্রতিনিধিকে ১ বছর ধরে কার্যক্রম না করায় স্থায়ীভাবে বহিষ্কার করা হলো সোনামুখী মেলার মেয়াদ শেষ,প্রশাসনের উচ্ছেদ অভিযান নন্দীগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা নির্বাচনী প্রচারণায় পথ র‍্যালী তে বিশাল আলোচিত কর্ণেল আব্দুল হক –

ঐতিহাসিক বৈঠক ‘দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

এ এক ঐতিহাসিক মুহূর্ত। লন্ডনে প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এক ঘণ্টার বেশি স্থায়ী বৈঠকটি ছিল হৃদ্যতাপূর্ণ, আন্তরিক। দুই নেতার একান্ত আলোচনায় সমঝোতা ও সহযোগিতার বার্তা স্বস্তি ছড়িয়েছে গোটা দেশের রাজনীতিতে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে টানাপড়েন কেটে গেছে এই বৈঠকে। সংস্কার, গণহত্যার বিচারের বিষয়ে উভয়পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। দেশের বাইরে এমন একটি বৈঠক দেশের রাজনীতিতে এক ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন সম্ভব এটিও প্রমাণ হয়েছে এই বৈঠকে। অনেক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এই বৈঠকে দুইপক্ষের রাজনৈতিক দূরদর্শিতারও বহিঃপ্রকাশ ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দল ঐতিহাসিক এই বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে। দেশের রাজনীতিতে এই বৈঠক ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে বলেও নেতারা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরাও লন্ডনে অনুষ্ঠিত বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। গতকাল লন্ডন সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা দুইটা) স্থানীয় ডোরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রায় পুরোটাই ছিল দুই নেতার একান্ত আলোচনা। শুরুতে কুশল বিনিময়ের সময় দুইপক্ষের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দরজায় এসে তাকে অভ্যর্থনা জানান। এরপর হাসিমুখে তারা দুইজন কুশলবিনিময় করেন। তারেক রহমান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছে দেন। এ সময় প্রধান উপদেষ্টাও বেগম খালেদা জিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে কলম এবং দু’টি বই তুলে দেন। শুভেচ্ছাবিনিময়ের পর দুই নেতা একান্তে বৈঠকে বসেন। বৈঠক শেষে দুইপক্ষের যৌথ বিবৃতি পড়ে শোনানো হয়। এই বিবৃতিতে রমজানের আগে নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাব এবং প্রধান উপদেষ্টার সম্মতির বিষয়টি উল্লেখ করা হয়। একান্ত বৈঠকের আগে তারেক রহমানের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট