নন্দীগ্রামে বিএনপির তৃণমূল নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২৬ মে, ২০২৫
-
৩১
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির তৃণমূলের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। তিনি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামীণ পর্যায়ে জন-সম্পৃক্ততা বাড়াতে সংশ্লিষ্ট নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।গতকাল সোমবার দুপুরে পৌর শহরের ফিলিং স্টেশন এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালনে আলোচনা হয়।প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, বিএনপির কাছে জনগণের আশা ভরসা এবং অনেক বেশি প্রত্যাশা রয়েছে। প্রতিটি নেতাকর্মীকে জনসম্পৃক্ত কর্মকান্ডে সরব হয়ে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুন্ন হওয়ার মতো কোনো কর্মকান্ড বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক মেহেদী হাসান, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ। এদিন বগুড়া-৪ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়াসহ সহায়তা দেন সাবেক এমপি মোশারফ হোসেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন