নরসিংদীর মাধবদীতে অপহরণ মামলার, ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার শিশু তানিশা তাসনিম, আসামি গ্রেফতার ২
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৫ মে, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
নরসিংদী জেলার মাধবদী থানায় শিশু অপহরণের ঘটনায় দ্রুত অভিযানে চাঞ্চল্যকর সাফল্য পেয়েছে পুলিশ।শনিবার ( ২৪ মে) মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৮ ধারায় দায়েরকৃত মামলায় (মামলা নং-১৬) চার বছর বয়সী শিশু তানিশা তাসনিমকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে। মামলা অন্তর্ভুক্ত করার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের দিকনির্দেশনায় গঠিত একটি বিশেষ পুলিশ দল শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে এসআই মোঃ মহরম আলী ও এসআই শুভ রাজবংশী তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার উত্তর আজীবপুর, হিরাঝিল এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিশুটিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী দুইজনকে গ্রেফতার করা হয়।অভিযানকালে তাদের হেফাজত থেকে মুক্তিপণ দাবিতে ব্যবহৃত একটি লাল-কালো রঙের ওয়ালটন বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।উদ্ধারকৃত শিশুর নাম : তানিশা তাসনিম (৪), পিতা: মোঃ কাউছার, সাং: পূর্ব কালুচো, থানা: কচুয়া, জেলা: চাঁদপুর; বর্তমানে কাঠালিয়া, মাধবদী, নরসিংদী।গ্রেফতার কৃত আসামিরা: ১. মোঃ আফছার (২৮), পিতা: খোকন নিয়াজী ২. ফাতেমা ওরফে ফারজানাউভয়ের স্থায়ী ঠিকানা: পূর্ব কালুচো, কচুয়া, চাঁদপুর।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।নরসিংদী জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও উদ্ধারকৃত শিশুর পরিবার। দ্রুততম সময়ে শিশুটিকে জীবিত ও নিরাপদে উদ্ধারের এ সাফল্য পুলিশ প্রশাসনের দৃঢ়তা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন