হিজলা উপজেলায় চাষাবাদ করা গাজা গাছ সহ আটক-১
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১৭ মে, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে
Oplus_131072

হিজলা প্রতিনিধিঃ আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলায় চাষাবাদ করা বাড়ির বাগান থেকে গাজা গাছ উদ্ধার ও চাষবাদ করা ব্যাক্তিকে আটক করা হয়।১৬ মে শুক্রবার বেলা ৯ টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৪ নং ওর্য়াড ছয়গাও গ্রামের আওয়ামীলীগের সভাপতি আফসার লটিয়ার বাগান থেকে এ গাজা গাছ উদ্ধার হয়।গাজা গাছ চাষের অপরাধে তার ছেলে আলতাফ লটিয়াকে আটক করা হয়েছে।হরিনাথপুর ইউনিয়নের শাওড়া সৈয়দখালী পুলিশ ফাড়ির এস আই সোহাগ ইমতিয়াজ জানান গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারেন আফসার লটিয়ার ছেলে বাগানে গাজা গাছ চাষ করেন।তখন পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে গাজা গাছ সহ আলতাফ লটিয়া কে আটক করে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আমিনুল ইসলাম জানান আটক গাজা গাছ চাষী আলতাফকে আদালতে প্রেরণ করা হবে।এছাড়া মাদকের বিষয়ে কোনো রকমের ছাড় দেওয়া হবে না বলে ঘোষনা দেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন