1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় ছাত্রলীগ নেতা আটক “নরসিংদীর মাধবদীতে র‍্যাবের অভিযানে ১৯৭ বোতল ফে*ন্সিডিলসহ আটক ২, জব্দ প্রাইভেটকার” পটুয়াখালী ভার্সিটিতে, এসইই-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী, আলহাজ্ব এডভোকেট ,আবুল কালাম আজাদ শেরপুরে কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ঝালকাঠি কাঠালিয়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে পরিবারের সকলকে বেধেঁ মালামাল লুট ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন! হিজলায় এক নারীর পরকীয়ার কারনে দুই পরিবার বিপাকে হিজলায় মাছঘাটে হামলা ও লুটপাটের অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ — সত্যের পক্ষে ..প্রেস বিজ্ঞপ্তি….সহজ শর্তে ঋণ প্রাপ্তির আশায় কিস্তি প্রদান, সদস্যদের নিঃস্ব করে মূলধন নিয়ে ম্যানেজারের পলায়ন, অত:পর সিপিএসসি-র‍্যাব ১৪ এর গোয়েন্দা জালে মূলহোতাসহ দুই (০২) জন আটক

..প্রেস বিজ্ঞপ্তি….সহজ শর্তে ঋণ প্রাপ্তির আশায় কিস্তি প্রদান, সদস্যদের নিঃস্ব করে মূলধন নিয়ে ম্যানেজারের পলায়ন, অত:পর সিপিএসসি-র‍্যাব ১৪ এর গোয়েন্দা জালে মূলহোতাসহ দুই (০২) জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সহজ শর্তে ঋণ প্রাপ্তির আশায় কিস্তি প্রদান, সদস্যদের নিঃস্ব করে মূলধন নিয়ে ম্যানেজারের পলায়ন, অত:পর সিপিএসসি-র‍্যাব ১৪ এর গোয়েন্দা জালে মূলহোতাসহ দুই (০২) জন আটক

১। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাদী মোছাঃ ফারহানা খাতুন (২৩), স্বামী- তানভীর হাসান, সাং- আছিম হোরবাড়ি, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ এর দায়েরকৃত অভিযোগ পর্যালোচনা করে দেখা যায় যে, বিবাদী ১. মোঃ সাজেদুল ইসলাম (৫০), পিতা- অজ্ঞাত, সাং- চরপাড়া, বিবাদী ২. তাসলিমা আক্তার (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- ঈশ্বরগঞ্জ, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদ্বয় প্রতারক প্রকৃতির লোক। তারা জনশক্তি নামক ঋণ প্রদানকারী অফিসের বড় পোস্টে চাকরি করে মর্মে ভুয়া পরিচয় দিয়ে মিথ্যা আশ্বাস এবং জাল নথিপত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে কিস্তির মাধ্যমে টাকা উত্তোলন করে হাতিয়ে নিত। বাদী ফুলবাড়িয়া আছিম বাজার শাখায় জনশক্তি অফিসে মাঠকর্মী হিসাবে চাকুরী করে। এই সুবাদে বিবাদীদ্বয়ের সাথে বাদীর পরিচয়। বিবাদীদ্বয় সহজ শর্তে ঋণ দেবার আশ্বাস দিলে বাদীসহ সমিতির অন্যান্য মাঠকর্মীরা বিগত এক বছর ধরে (এপ্রিল ২০২৪ হতে এপ্রিল ২০২৫) ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের ১৪০০ সদস্যদের নিকট থেকে প্রায় ৮২,০০,০০০/- (বিরাশি লক্ষ) টাকা উত্তোলন করে বিবাদীদের দেয় । পরবর্তীতে বিবাদীদ্বয় বলে যে ২০২৫ সালের মে মাসের ১ম সপ্তাহে সদস্যদের ঋণ দিবে। গত ২৪/০৪/২০২৫ খ্রি. সকাল অনুমান ১০:০০ ঘটিকায় বিবাদী মোঃ সাজেদুল ইসলাম এর মোবাইলে ফোন করলে বলে যে আপনাদের কাজ চলমান। বিবাদীদ্বয়কে অফিসে আসার কথা বললে বিবাদীদ্বয় অফিসে আসবে বলে কালক্ষেপন করতে থাকে। বিবাদীদ্বয় বাদীর সাথে প্রতরনা করে ৮২,০০,০০০/- (বিরাশি লক্ষ) টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাদী অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

২। এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায়, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের অপররেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, (পিপিএম-সেবা) এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০২মে ২০২৫ খ্রি. রাত অনুমান ২৩:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে মূলহোতা প্রতারক মোঃ সাজেদুল ইসলাম (৫০)’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মোঃ সাজেদুল ইসলাম (৫০) এর প্রদত্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকা হতে এই প্রতারক চক্রের অপর সদস্য তাসলিমা আক্তার (৩৫) @ তাহমিনা কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে

বিঃ দ্রঃ-
১। উক্ত প্রেস রিলিজ সম্পর্কে কোন তথ্যের প্রয়োজন হলে অপস্ অফিসার, ময়মনসিংহ‘র মোবাইল নং- ০১৭৭৭-৭১১৪০৩ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
২। নিউজটি অনলাইনে প্রচারের পর লিংকটি নিম্নোক্ত ই-মেইল এ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
৩। Mail address: mediaofficerrab14@gmail.com অথবা RAB-14 PRESS NETROKONA (হোয়াটসঅ্যাপ) গ্রুপে আপলোড করার জন্য অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট