1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস ঝিনাইগাতীতে খেলাধুলার সামগ্রী বিতরণ নরসিংদীর শিলমান্দীতে অবৈধ চায়না বিয়ার কারখানার সন্ধান নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতিও বিএসএফ লাকসামে অটো মিশুক ছিনতাই চালকের চোখের আড়ালেই মুহূর্তে উধাও গাড়ি চৌদ্দগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন খুলনা-মোংলা মহাসড়ক যেন মরণফাঁদ চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন রামপালের মল্লিকেরবেড় ইউনিয়নে দুই গ্রুপের বিরোধ, জেলা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে নিষ্পত্তি পীরগাছায় ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা ভ্যানচালক থেকে ‘কবিরাজ’ মাদারীপুরে অপচিকিৎসার ফাঁদে সাধারণ মানুষ

নন্দীগ্রামে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

* প্রেসক্লাব ও সাংবাদিক নেতাদের উদ্বেগ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে প্রকাশ্যে তাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দূর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নজরুল ইসলাম দয়া। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকায় কর্মরত এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব।প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পর্যায়ে কর্মরত এই সাংবাদিক প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পশ্চিমপাশে একটি রুটির দোকানে বসেন। এসময় ৮-৯ জন দূর্বৃত্ত এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই সাংবাদিককে টেনেহিঁচড়ে সড়কের পাশে নিয়ে যায়। লাঠি, গাছের ডাল এবং লোহার পাইপ দিয়ে প্রায় আধাঘন্টা ধরে এলোপাতাড়ি মারধর করে। কোনো একটি সংবাদ প্রকাশের কথা বলছিল হামলাকারীরা। সাংবাদিকের বাম হাত ভেঙে দিয়ে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে তারা চলে যায়।নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী ছিলেন সাংবাদিক নজরুল। থানার মধ্যেও তার ওপর হামলা হয়েছিল। তিনি একযুগ ধরে নির্যাতনের শিকার। উপজেলা প্রশাসনও তাকে নিষিদ্ধ করেছিল। মব সৃষ্টি করে একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসক্লাব এবং সাংবাদিক নেতারা প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন।এদিকে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সাংবাদিক সংগঠনের পক্ষে মাকসুদ আলম হাওলাদারসহ গণমাধ্যম কর্মীরা হাসপাতালে অবস্থান নেন।এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূর্বৃত্তরা যেই হোক, আইনের আওতায় আনা হবে।

নন্দীগ্রাম, বগুড়া।

১ মে ২০২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট