নারায়ণগঞ্জ মহানগর, বন্দর থানা দক্ষিণ, ইসলামী আন্দোলন
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৮০																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
 বাংলাদেশ,২২ নং ওয়ার্ড,, কমিটি ঘোষণা,,
————————————————————-
২৫ ই এপ্রিল’২০২৫ ইং রোজ শুক্রবার বাদ জুমা ২২ নং ওয়ার্ড, বন্দর নুরবাগ জামে মসজিদ ওয়ার্ড সভাপতি, আলহাজ্ব সালমান শাকিল এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক এর সঞ্চালনায় বন্দর থানা দক্ষিণ এর আওতাধীন ২২ নং ওয়ার্ড এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয় এতে, প্রধান অতিথি,, হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি মোহাম্মদ নুর হোসেন। প্রধান বক্তা,, হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন।
,, বিশেষ অতিথি,, হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ এর সভাপতি, হাজী আবুল হাশেম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ এর সহ-সভাপতি, মোঃ মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মুফতী আবদুল আলীম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ সহদপ্তর সম্পাদক, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী।
উক্ত অনুষ্ঠানে ২০২৫ — ২০২৬ সেশনের ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২ নং ওয়ার্ড এর ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির শপথ পাঠ করানো হয়।
(১)– সভাপতি, আলহাজ্ব সালমান শাকিল।
(২)– সহ-সভাপতি, মাওলানা আব্দুল মালেক বেপারী।
(৩)– সহ-সভাপতি, মোহাম্মদ বিল্লাল হোসেন।
(৪)– সেক্রেটারী, মোহাম্মদ আমির হোসেন।
(৫)– জয়েন্ট সেক্রেটারী, মোহাম্মদ ইয়ামিন।
(৬)– সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ তারিক হাসান।
(৭)– প্রচার সম্পাদক, মোহাম্মদ মোকশেদ।
(৮)– দফতর সম্পাদক, মোহাম্মদ শাহজাহান তালুকদার।
(৯)– অর্থ সম্পাদক, মোহাম্মদ নবীর হোসেন।
(১০)– প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আমির হোসেন ফারুকী।
(১১)– ছাএ ও যুব সম্পাদক, মোহাম্মদ কিবরিয়া।
(১২)– শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ রাশেদুল ইসলাম।
(১৩)– কৃষি ও শ্রম সম্পাদক, মোহাম্মদ বাদশাহ।
(১৪)– মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক, মোহাম্মদ মামুন।
(১৫)– ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, মোহাম্মদ বুলবুল আহমেদ।
(১৬)– সংখ্যালঘু সম্পাদক, মোহাম্মদ নুর আলম।
(১৭)– শিল্প ও বাণিজ্য সম্পদক, মোহাম্মদ ফয়েজ আহমেদ।
(১৮)– স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, মোহাম্মদ রফিকুল ইসলাম।
(১৯)– সদস্য ,, মোহাম্মদ লোকমান হোসাইন।
(২০)– সদস্য, মোহাম্মদ দেলোয়ার।
(২১)– সদস্য, মোহাম্মদ আব্দুল মজিদ কাজী।
ইসলামী আদর্শে গঠিত এই নতুন কমিটি সমাজের নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন