নন্দীগ্রামের বিএনপি নেতা তোহাকে দেখতে হাসপাতালে মোশারফ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
-
১৬
বার পড়া হয়েছে

তানসেন আলী মন্টু, ক্রাইম রিপোর্টার
বগুড়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মাওলানা ফজলে রাব্বি তোহার সার্বিক খোঁজখবর নিয়েছেন সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। সরেজমিনে গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। হৃদরোগে আক্রান্ত এই বিএনপি নেতা সুস্থ আছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। দুইদিন আগে বুকে ব্যথা অনুভব করলে নন্দীগ্রামের বাসা থেকে মাওলানা তোহাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক। হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের পর নন্দীগ্রাম পৌর সদরের কালিকাপুর, কাহালু সদরসহ উপজেলার কালাই ইউনিয়নের রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন