হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ঝালকাঠির সেই ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
-
৯
বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় ব্যুরো।
বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার নলচিঠি উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন ঈমন চৌধুরীর ভাতের হোটেল, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ঝালকাঠির পৌর শহরের ব্রাক মোড়ের সেই ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ নামের হোটেলটি ! পৌর শহরের ব্রাক মোড়ে প্রায় সর্বক্ষণ ভিড় লেগে থাকতো। ক্যামেরা হাতে প্রায়ই পৌঁছে যেতেন নানান ভ্লগার ও সাংবাদিকরা । তবে এবার সেই দোকান বন্ধ হয়ে গেল। হোটেলের পরিচালক ইমন চৌধুরী নিজে একথা জানান। তিনি বলেন, হোটেলটির নাম হাউন আঙ্কেল দেওয়ার কারণে ভাইরাল হয়ে যায়। হোটেলটি খুব ভালো চলছিল। কিন্তু আপনারা জানেন কি না জানিনা আমি আগে ঠিকাদারি কাজ করতাম, এখন আবার ঠিকাদারি কাজ শুরু করার কারণে হোটেলটি চালাতে পারছি না। তাছাড়া একটি ভাতের হোটেল চালাতে অনেক সময় দিতে হয়, যা বর্তমানে আমার কাছে সম্ভব না। এছাড়া কর্মচারী দিয়ে দোকান চালিয়ে কোনো লাভ নেই, তাই সব মিলিয়ে আমি হোটেলটি চালু রাখতে পারিনি। ঈমন চৌধুরী ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা তিনি হার্ডওয়ারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্টে আওয়ামী সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা খারাপ হওয়াতে , তিনি এই হোটেলের ব্যবসা শুরু করেন।স্থানীয়রা জানান, হাউন আঙ্কেল নামের কারনে ভাতের হোটেলটি চালু হওয়ার পর জনপ্রিয় হয়ে ওঠে। ঝালকাঠির আশপাশ জেলা দিয়ে লোকজন হোটেলের নামের কারনেই মূলত ছুটে আসতেন এই হোটেলে। কিন্তু হোটেলটি বর্তমানে বন্ধ।
মোঃ আবু ছালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় প্রধান,২৪ এপ্রিল ২০২৫
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন