নন্দীগ্রামে প্রশাসন ও বিএনপির আনন্দ শোভাযাত্রা
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫											
												
																																			
-  
											 
																																			১০৩																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া বর্ণাঢ্য আয়োজনে দিনভর বৈশাখী গানে মেতে ওঠে তারুণ্য। প্রতিবছরের মতো উপজেলার নিমাইদিঘী ও পাঠান এলাকায় বৈশাখী মেলা বসেছে।গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। এদিন সবচেয়ে বড় শোভাযাত্রা বের করে উপজেলা ও পৌর বিএনপি। অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে শহরজুড়ে মিলনমেলায় পরিনত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। শোভাযাত্রায় কৃষক সেজে হাতে ধানের শীষ, গরুর গাড়ী, ঘোড়ার গাড়ীসহ গ্রামীণ ঐতিহ্য ফুটে ওঠে। চিত্রাঙ্কন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমি।পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন