জনগণের স্বার্থে বিএনপি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত : সাবেক এমপি মোশারফ হোসেন
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫											
												
																																			
 
											
												
												
												
							
											-  
											 
																																			৯৩																				   
																						বার পড়া হয়েছে  
											
 
												
												 
										 									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						
							
							 
                     
                    
                        
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ মোশারফ হোসেন বলেছেন, দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবারও মাঠে নামবে। বিগত ১৭ বছর নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছে। আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বিএনপি বড় রাজনৈতিক দল, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। 
গতকাল রোববার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর বাজারে উন্মুক্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দিনভর হাটকড়ই, ত্রিমহনী, সিমলা বাজার, রণবাঘা, কুন্দারহাটসহ বিভিন্ন গ্রামীণ বাজারে গণসংযোগ করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে আগেও ক্ষমতায় এসেছে এবং আগামীতেও জনগণের ভোটেই ক্ষমতায় আসবে। উপজেলার তারাটিয়া ক্বওমি হাফেজিয়া মাদ্রাসা চত্বরে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মোশারফ হোসেন। তিনি বুড়ইল ইউনিয়নের মাঝিপাড়া মহাশ্মশানে সনাতন ধর্মাবলম্বীদের হরিবাসর পরিদর্শন করেন। 
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সুশান্ত কুমার শান্ত, হাসেম আলী, আব্দুল হাকিম, রেজাউল করিম, মাসুদ রানা মজিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন