1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

নরসিংদীর পলাশে চাঁদা না দেয়ায় কন্ট্রাক্টরকে মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে চাঁদা না দেয়ায় কামাল কন্ট্রাক্টার নামক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সোজা সোলেমান গং-এর দিকে।ভুক্তভোগী কামাল কন্ট্রাক্টার জানান, সোমবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে এনে সোলেমান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করেন। হামলার সময় তাকে বাঁচাতে গিয়ে পরিবারের সদস্যরাও হুমকির মুখে পড়েন।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সোলেমানের বিরুদ্ধে পূর্বেও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এলাকাবাসীর একাংশ দাবি করেছেন, সোলেমান ও তার গং দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে এবং ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। এই ব্যাপারে সোলায়মান এর বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি ।এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সোলেমানকে নিয়ে এলাকায় অনেক আগে থেকেই অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি পদক্ষেপ না নেয়, তাহলে এমন ঘটনা আরও বাড়তে পারে।”এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট