খুলনায় অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
-
৩২
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার
খুলনায় অস্ত্রগুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী হাসান হাওলাদারকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২১ মার্চ) দিবাগত গভীর রাতে নগরীর গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেড বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান হাওলাদার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের গফুর হাওলাদারের ছেলে।শনিবার (২২ মার্চ) দুপুরে ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশ দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খালিশপুরে অভিযান চালায়। এ সময় হাসান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে। পুলিশ টিনশেড বাসার শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৪ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খলিশপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন