শরীয়তপুরে মোটরসাইকেল বাসের সংঘর্ষ চালকের মৃত্য
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
-
৩২
বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম
জেলাপ্রতিনিধি,শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাসের ধাক্কায় মো. শাকিল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে জাজিরার গনির মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শরীয়তপুর সুপার সার্ভিস বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল মিয়া উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর এলাকার আমির মোল্লিক কান্দির বাসিন্দা আবু আলেম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার আড়াইটার দিকে জাজিরা উপজেলার টিএন্ডটি মোড় থেকে ব্যবসায়িক কাজে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা দেন শাকিল মিয়া। জাজিরার গনির মোড় এলাকায় পৌঁছালে শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পিচ ঢালাই সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ দুর্ঘটনা জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন