1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার খুলনা শহরে নিরাপত্তা জোরদার, সেনা টহল বৃদ্ধি ঈশ্বরগঞ্জে আলো ছড়াচ্ছেন মাজেদ বাবু শেরপুরে গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠান *সিএমপি’র বন্দর থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ঝটিকা মিছিল হতে ০৭(সাত) জন নেতাকর্মী গ্রেফতার* ফুলপুরে বওলায় মধ্যরাতে জুয়ার আসরে পুলিশের অভিযানে উদ্ধার ২টি মটর সাইকেল ”নরসিংদী জেলা পুলিশের চলমান অভিযান জোরদার: বাড়ানো হয়েছে টহল” ১০-১১-২০২৫ইং চৌদ্দগ্রাম কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ চৌদ্দগ্রাম কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

সীমান্ত হত্যা বন্ধে সেক্টর কমান্ডার পর্যায় বৈঠকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানালো বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃসহিদুল ইসলাম ব্যুরো চিফ রংপুর বিভাগ

গেল শনিবার (৮ মার্চ) পঞ্চগড় সীমান্ত এলাকায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।সোমবার (১০ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্ণেল গোলাম রব্বানী ও বিএসএফের পক্ষে শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পিকে সিং।এসময় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার কমান্ড্যান্ট সহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।পরে বৈঠক শেষে বিজিবির ঠাকুরগাঁ সেক্টরের কমান্ডার কর্ণেল গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, গত ৮ মার্চ পঞ্চগড় সদর উপজেলার সুঁইডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আল আমিন (৩৭) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়। বিজিবি পক্ষ থেকে বৈঠকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। সেই সাথে বলা হয়েছে সীমান্তে বিএসএফ মরনাস্ত্রের ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে। পরে বিএসএফ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। সেই সাথে আগামীতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সর্তক থাকবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে। এছাড়া নিহত আল আমিনের মরদেহ হস্তান্তরে আইনী প্রক্রিয়া শেষে দ্রুতই হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ।এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বলা হয়েছে, সীমান্তে কেউ আটক হলে তার সাথে মরনাস্ত্রের ব্যবহার না করে অন্য কিছুর ব্যবহার করা যেত। সেই সাথে বিজিবিকে জানালে বিজিবি যথাযথ ব্যবস্থা গ্রহন করতো।একই সাথে সেক্টর কমান্ডার গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, সীমান্তে বিজিবি টহল দিনরাত ২৪ ঘন্টা অব্যাহত থাকে। সীমান্তের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত হত্যা বন্ধে স্থানীয়দের মাঝে সচেতনতামুলক সভা, কর্মসংস্থান করে পূর্নবাসন করা হচ্ছে। এছাড়া সব সময় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট