শেখ জায়েদ মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর জেলা শিবচর থানার নিলক্ষী ইউনিয়নের বাঘমারা গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে সাবেক মহিলা ইউপি সদস্য বেবি আক্তার ও তার মেয়ে শাবনাজ আক্তার এর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের হেমায়েত মাদবরের নেতৃত্বে মান্নান মাদবর, ইলিয়াস মাদবর, ইউনুস মাদবর, পারভেজ মাদবর, সহ প্রায় ২০ থেকে ২৫ জন,
গতরাত বুধবার ৮:৩০ এর দিকে এই ঘটনা ঘটে,
এলাকাবাসী এবং স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবত সাবেক মহিলা ইউপি সদস্য বেবি আক্তারের স্বামী শাজাহান মাদবরের সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল মন্নান মাদবর সহ বেশ কয়েকজনের সাথে,
গতরাতে তারাবি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে সবাই বেরিয়ে গেলে দেশীয় অস্ত্র নিয়ে, অভিযুক্তরা ২০ থেকে ২৫ জন বেবি আক্তার ও তার মেয়ে শাহনাজকে মারপিট করে স্বর্ণালংকার এবং নগদ টাকাছিনিয়ে নেয়
আশেপাশে লোকজন তাদের চিৎকারে বাড়িতে এসে উদ্ধার করে মা ও মেয়েকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে, এ বিষয়ে শিবচর থানার একটি মামলা প্রক্রিয়াধীন,