হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
-
৮
বার পড়া হয়েছে

হিজলা উপজেলা প্রতিনিধি: আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের চর কুশরিয়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোনসহ একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার (৫০)। শনিবার গভীর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
হিজলা সেনা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালায়। ৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৬০ জন সেনাসদস্য শনিবার রাত ৩টার দিকে চর কুশরিয়া এলাকায় তল্লাশি শুরু করেন।
অভিযানকালে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি চাইনিজ কুড়াল এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন