প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ২:৫২ পি.এম
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :সাদেক চৌধুরী
থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হান্নানের আয়োজনে (১নং ওয়ার্ড অশিউড়া পাতৈরহাত) ও ১১নং সুলতানপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের সমর্থকবৃন্দের অংশগ্রহণে এক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর পক্ষে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় এবং আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত