প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:০৩ পি.এম
নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন প্রাশাসনিক কর্মকর্তা (সচিব)শাহ্ আলমের বদলির আদেশের কথা শুনে সাধারণ জনগণের কান্নার রোল পড়ে
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) শাহ আলম হোসনের বদলির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো ইউনিয়ন জুড়ে বইছে আবেগের ঢেউ। সরজমিনে গিয়ে যানা যায় ,বিভিন্ন ভুক্তভোগিদের নিজ অর্থয়াণে সহযোগিতা করেছেন বলে এলাকায় একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত শাহ আলমের বদলি ঠেকাতে ই মেইল, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন ।সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দারা।
মেহেরপাড়া ইউনিয়নবাসির দাবি, (সচিব)শাহ আলম হোসেন শুধু একজন সরকারি কর্মকর্তাই ছিলেন না, বরং সাধারণ মানুষের বিপদে-আপদে ভরসার স্থল ছিলেন। তার বদলির খবরে ইউনিয়নের মা-বোনেরা ও সাধারণ শ্রমজীবী মানুষ ব্যথিত হয়েছেন।
জনগণের প্রতিক্রিয়া:
সালমান মিয়া (স্থানীয় বাসিন্দা): "শাহ আলম স্যার অনেক ভালো মনের মানুষ। তিনি আমাদের সাথে মিশে গিয়েছিলেন। তার কাজের গতি এবং সাধারণ মানুষের প্রতি ব্যবহার অতুলনীয়। আমরা তাকে মেহেরপাড়া ইউনিয়নেই ফিরে পেতে চাই।"
রহিমা বেগম (সেবাগ্রহীতা): "আমি ওয়ারিশ সার্টিফিকেটের জন্য গিয়েছিলাম। স্যার আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে অল্প সময়ের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তার মতো সম্মান দিয়ে কথা বলা কর্মকর্তা আমরা খুব কম দেখেছি।"ইউনিয়নের বাল্য বিবাহ প্রতিরোধ কর্মশালায় উনি একজন সফল কর্মকর্তা ও
মানবিকতার প্রতীক।
স্থানীয়রা জানান, দাপ্তরিক কাজের পাশাপাশি শাহ আলম হোসেন অত্যন্ত মানবিকতার সাথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতেন। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মানুষ সেবা পেতেন বলে তার প্রতি এই জনসমর্থন তৈরি হয়েছে। মেহেরপাড়ার ইউনিয়নের জনগণের দাবী পূর্ণবহাল রাখুন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত