প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:০৬ পি.এম
খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
দক্ষিণ খুলনার অবহেলিত দাকোপের বিভিন্ন এলাকা ঘুরে সমাজের হতদরিদ্র জনগণের মাঝে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। সারা দেশের ন্যায় দাকোপেও জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাঁপছে এলাকার জনপদ। সুন্দরবনের এই অঞ্চলের অসহায় হতদরিদ্র, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। এসব অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মধ্যে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও মোঃ বোরহান উদ্দিন মিঠু। এতিমখানা ও মাদরাসা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে তিনি। জানা গেছে, শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ইউএনও মোঃ বোরহান উদ্দিন মিঠু নিজে মাঠে নেমে পড়েছেন দাকোপ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে। তিনি সরাসরি রাস্তার পাশে বসবাস রত জনগোষ্ঠী, এতিমখানা ও মাদরাসায় গিয়ে শিশুদের গায়ে কম্বল তুলে দিচ্ছেন। রাতের আঁধারে কনকনে ঠান্ডায় সুন্দর বনের দুর্গম এলাকা, পথচারী ও খেটে খাওয়া মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছেন তিনি। রাস্তায় থাকা অসহায় মানুষদেরও বাদ দেননি তিনি। তার এই উদ্যোগে শীতার্ত মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি। ইউএনও মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন,‘শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত