প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৪:৫০ পি.এম
ধানের শীষের ভোট চেয়ে এ্যাডঃ শফিকুল ইসলাম মনা বলেন এবার খুলনা -১ আসন তারেক রহমানকে উপহার দেওয়া হবে’
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
‘খুলনা-১ আসন তারেক রহমানকে উপহার দেওয়া হবে’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে বিএনপি। ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে চালনা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে এই প্রচারণা চালানো হয়।প্রচারণা শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, স্বাধীনতার পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক চূড়ান্ত লড়াই। এই লড়াইয়ে খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খানকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে। তিনি আরও বলেন, “জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষের জোয়ার দেখে শাসকগোষ্ঠী ভীত। ইনশাআল্লাহ, আমির এজাজ খানের হাত ধরেই এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।”নির্বাচনী প্রচারণায় অংশ নেন কেন্দ্রীয় নেতা পার্থদেব মন্ডল, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলু, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন এবং সাবেক সদস্য সচিব আল-আমিন সানা। এ সময় খুলনা মহানগর, জেলা, দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। ভোটারদের মাঝেও এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত