1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা বাকৃবিতে কর্মচারীদের ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত বগুড়ায় ৫০তম সাহিত্য আড্ডায় চিলেকোঠা সাহিত্য পরিষদ সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট নরসিংদী জেলার (০৫)টি আসনে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি নরসিংদীর শিবপুর ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন মোল্লা এর বাড়ি থেকে ৩৩১ টি পুরাতন গুলি উদ্ধার করেছেন পুলিশ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

টঙ্গীতে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নূর মোহাম্মদ মোর্শেদ, গাজিপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগের টঙ্গীতে ফের একটি পোশাক কারখানায় শ্বাসকষ্ট, বমি ও খিচুনি’ সমস্যায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকায় অবস্থিত ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে রেশমা (৩৫), শিল্পী (১৯), শাহীনা (৩০), রোজিনা (৩৩), নাছিমা (৪৫), ফুলি (৩০), সুমাইয়া (১৯), আফছানা (২৫), শাহীনা (৩৫), পারভীন (৩৯), লাবনী (২৫), শ্যামলী (৩২), শিফা (১৮), শিল্পী (২৫), সুইটি (৫০), মালেকা (২০), রোজিনা (২৫), মুক্তা (৩৮), মাহাবুব (৩০), আলেয়া (৪৫), আব্দুর রশিদ (৭০), যমুনা (১৮), ফেরদৌসি (৩৫) ও সুরুজ মিয়াসহ অর্ধশতাধিক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করেছিলেন তারা। সকাল ৯টার দিকে হঠাৎ করে কারখানায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা ক্রমাগত শ্বাসকষ্ট, বমি ও খিচুনিতে অসুস্থ হয়ে পড়েন। কিছু খনের মধ্যে বিভিন্ন ফ্লোরের প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ড্রেসম্যান কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রিপন বলেন, “শ্রমিকরা কেন অসুস্থ হয়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আজকের মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.নাফিয়া শারমিন বলেন, হাসপাতালে আসা বেশির ভাগ শ্রমিক শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক প্যানিক এটাকও করেছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে। অনেকের বমি ও খিচুনি হওয়ারও ঘটনা ঘটেছে। শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটি আজকের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মহানগর থেকে,
মোঃনজরুল ইসলাম
তারিখ -২৬/০১/২০২৬ খ্রি.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট