প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১১:৪৩ এ.এম
সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট
মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালিত হচ্ছে মহাসড়কের বিভিন্ন অংশে।শনিবার (২৪শে জানুয়ারী ) বিকাল ৪ টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম বাজারে ঢাকামুখী ইসলামী ব্যাংকের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। যেখানে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হয়।যৌথ অভিযানের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ কাগজপত্রবিহীন গাড়ি আটক করে ১৫ টি মামলা। এছাড়া ৩৭ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত