প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১১:৪০ এ.এম
নরসিংদী জেলার (০৫)টি আসনে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
আজ শনিবার (২৪ জানুয়ারি) মনোহরদী উপজেলা পরিষদ হল রুমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার)-দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয় এবং জেলা নির্বাচন অফিসার নরসিংদী জনাব মোহাম্মাম শাহীন আকন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপসহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব এম.এ. মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত