প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১২:১১ পি.এম
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে। বিজিবি সূত্র জানায়, অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৯২ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাদেক চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত