প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১০:৫৭ এ.এম
নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং সব ধরনের বিভ্রান্তি ও অনিয়মের বিষয়ে সতর্ক থাকতে হবে।সমাবেশে জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
সাদেক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া |
তারিখ ২৩ জানুয়ারি ২০২৬।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত