প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১:২৪ পি.এম
কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক
মো: এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘মোরগ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু। প্রতীক বরাদ্দের পর এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ‘মোরগ’ প্রতীক গ্রহণ করেন। এ সময় তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার একজন পরিচিত ও সুযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতীক বরাদ্দের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এদিকে কিশোরগঞ্জ-১ আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত