প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৬:৫৯ এ.এম
হিজলায় মেঘনা নদীর পাড়ে নৌকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বরিশাল হিজলা উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন মেঘনা শাখা নদীর পাড় থেকে নৌকা হতে অজ্ঞাত পরিচয়হীন এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা থানা নৌ পুলিশ ফাঁড়ি।
রোববার রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় মাছ ঘাটে নোঙর করা একটি নৌকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট নৌকাটি জব্দ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী মো. জালাল হোসেন রাঢ়ী জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে তিনি ও তার ছেলে মাছ শিকার শেষে নদীর ঘাটে ফেরেন। এ সময় নদীর বাঁধের বস্তার ওপর তিনি এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যার গলা কাটা ছিল এবং গলা দিয়ে প্রচুর রক্ত ঝরছিল। ভয়াবহ দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কী ঘটেছে সে সম্পর্কে তিনি কিছু জানেন না। তার ধারণা, ওই সময় যুবকটি জীবিত ছিল।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশের পরিচয় নিশ্চিত করতে বরিশাল থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত