প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ২:২৮ পি.এম
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক
বেলাল হোসেন বুর্যো চিফ রাজশাহী
রাজশাহী ১৯ জানুয়ারি ২০২৬।
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মানববন্ধন শেষে ছাত্রদলের নেতৃকর্মীরা উপাচার্যের কাছে স্মারকলিপিও প্রদান করেছে।আজ সোমবার দুপুর একটায় ক্যাম্পাসের প্যারিস রোডে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেয়।এসময় রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ নেতারা বক্তব্য রাখেন।তারা বলেন,রাবি ক্যাম্পাসে বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।সে কারনে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে।আম্মারের মানসিক রোগে আক্রান্ত।একই সাথে সে একজন নার্সাসিস্ট।তাই সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাবি প্রশাসনকে।২৪ ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা না করলে ছাত্রদলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।মানববন্ধন শেষে আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাবি প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করে।
এর আগে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো ব্যানার গতকাল রোববার ব্যানার ছিড়ে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত