প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৬:৩৬ এ.এম
বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে
মোঃ আবু ছালেহ বিপ্লব,বরিশাল বিভাগীয় প্রধান।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ব্রিজের ওপর গতকাল রাত ১০:৪০ ঘটিকার কালাইয়া বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ১০ নং কালাইয়া ইউনিয়নের জামাতের কর্মীদের উপর ভয়ভীতি প্রদর্শন ও জীবন নাশকতার হুমকি ধামকি অভিযোগ পেয়ে তাই আমি এবং আমার সহকারীকে নিয়ে উপরোক্ত অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে যাই এবং আমার কালাইয়া থেকে ফিরতে ফিরতে অনেক রাত রাত হয়ে যায় আনুমানিক ১০:৪৫ মিনিট হবে। আমি তথ সংগ্রহ করে কালাইয়া থেকে সাইকেলযোগে কালিশুরী এসে পৌছালে আমার বাড়ীতে পৌছার জন্য একটি মোটর সাইকেলও খুঁজে না পেয়ে আমি একা একা টর্চ লাইট নিয়ে হাটতে শুরু করি পথিমধ্যে কালিশুরী ব্রিজের ওপর ৭-৮ জন যুবক ছেলেদের সাথে দেখা হয়েছে এবং তারা আমার পথ অবরুদ্ধ করে আমার পথ আটকে রেখে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এবং বাউফল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব শহিদুল আলম তালুকদার এর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ এবং প্রচার কেন করি, সেই ব্যাপারে বিভিন্ন প্রশ করে ৭-৮জনের একটি দল, এবং এটাও জিজ্ঞেস করে যে,আজকের বাংলাদেশ জামাত ইসলামের সংবাদ সম্মেলনে গিয়েছি কেন? আমি বলি যে, আমি একজন সাংবাদিক আমার কাজই হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে পত্রিকায় এবং চ্যানেল সম্প্রচার করা আমার দ্বায়িত্ব, এবং এই ব্যাপারে আমি জবাব্দিহি করতে মোটেই বাধ্য নই। আমি একজন সাংবাদিক হিসেবে যে কোন সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং নির্বাচন চলাকালীন সময়ে যে কোন প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে সঠিক তথ্য যোগার করে স্বাক্ষীদের কথা নিয়ে আমি চন্দ্রদ্বীপ ইউনিয়ন, বীরপাশা ইউনিয়ন, আফসারের গ্রেজের লুটপাট এবং চাদাবাজীর সত্যতা প্রমাণিত করেই আমি সংবাদ প্রচার করেছি, এবং সমাজে যে কোন প্রকার অন্যায়, অবিচার, সন্ত্রাসী, চাদাবাজী, মাদক ব্যাবসায়ী, দখলবাজদের বিরুদ্ধে আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই বাছাই করে সত্য প্রমাণিত হলেই সেই সংবাদ জাতীয় পত্রিকা এবং চ্যানেলে সম্প্রচারের জন্য আমার অফিসে পাঠাই এরপর সম্প্রচারিত হয়। তারপর তারা লাঠিসোঁটা, এবং রামদা, চাইনিজ কুঠার নিয়ে আমার উপর আক্রমণ করার চেষ্টা করলে আমার সাথে দুজনের সাথে ধস্তাধস্তি হলে আমার দুটো এড্রোয়েড মোবাইল ভিভো এবং অপ্পু এবং সাথে থাকা ৯,০৪৭০ ( নয় হাজার চারশত সত্তর) টাকার উপরে হবে সেগুলো নিয়ে যায় এরপর জীবন বাচানোর জন্য আমি ব্রিজের নদীর সাইডে দাড়িয়ে ব্রিজের ওপর থেকে নদীতে লাফিয়ে পড়ি, তাতে কোমতে ও মেরুদন্ডে ব্যাথা পাই এবং শীতে প্রচুর কষ্ট পেয়েছি ভেজা কাপর-চোপর পড়েই বর্তমানে আমি ডক্টর এর চিকিৎসা নিচ্ছি ঢাকায়, আল্লাহর রহমতে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি শুধু মেরুদণ্ড, কোমরে এবং দুটো আংগুল ছুলে যায় এবং বিছানা থেকে উঠতে পারছি না, তার জন্য মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আল-হামদুলিল্লাহ। সন্ত্রাসীগন নদীর মধ্যে আমাকে অনেক খোঁজাখুজী করে আমাকে না পেয়ে চলে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত