গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
-
৩
বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার, অপশাসন ও খুনের রাজনীতির বিরুদ্ধে রেড কার্ড দেখাতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিতে ‘হ্যাঁ’ ভোট এখন সময়ের দাবি।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কল্লা শহীদ মাজার পরিদর্শনের আগে সার্কিট হাউজে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণভোট সম্পর্কে মানুষের মধ্যে এখন যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। সবাই অনলাইনের সঙ্গে সম্পৃক্ত থাকায় গণভোট নিয়ে জনগণের ধারণা পরিষ্কার। আমরা আশাকরছি মানুষ গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদান করবেন।
প্রেস সচিব আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবেন, অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখাবেন এবং গত ১৬ বছরে যে খুনের রাজনীতি হয়েছে তার বিরুদ্ধেও রেড কার্ড দেখাবেন। জনগণের এই রায়ই দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে এবং রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নেবে। নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ বছর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। আগের নির্বাচনগুলোতে বিরোধী প্রার্থীদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, কোথাও যেতে দেওয়া হয়নি, আবার অনেককে কারাবরণ করতে হয়েছে। কিন্তু এবারের নির্বাচন হবে উৎসবমুখর এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
সাদেক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
তারিখ: ১৬/০১/২০২৬
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন