
স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ। উত্তরা, ঢাকা। ১৬ জানুয়ারি ২০২৬:
বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) গৌরব ও মর্যাদার সঙ্গে উদযাপন করেছে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব জাতীয় পতাকা ও আইইউবিএটি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক ড. এম আলিমুল্লাহ মিয়ানের কবরে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তি ও অগ্রগতির প্রতীক হিসেবে বেলুন ও সাদা কবুতর অবমুক্ত করা হয়।
পরে কেক কাটার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ উপলক্ষে আইইউবিএটির অর্জন, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, ট্রেজারার অধ্যাপক সেলিনা নরগিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মোজাফফর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও জাতীয় উন্নয়নে আইইউবিএটির অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।