
মো: লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
* সময়: শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬), সকাল আনুমানিক ৭টা।
* স্থান: মাওনা পিয়ার আলী কলেজের পার্শ্ববর্তী একটি পুকুর পাড়।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন। বস্তুটি দেখতে বোমার মতো হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি দেখার পরপরই স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য এবং বস্তুটির ধরন নিশ্চিত হতে বিশেষজ্ঞ টিম বা বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।