প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:৫০ এ.এম
তারেক রহমানের শুভাগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
বিএনপির মনোনীত চেয়ারম্যান তারেক রহমানের শুভাগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে সকল নেতাকর্মীকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে। এ সময় তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় নেতৃবৃন্দ তারেক রহমানের আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাদেক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
তারিখ -১৫/০১/২০২৬।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত