প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৪:১৬ এ.এম
ধীরে ধীরে সাফল্যের পথে অভিযান নিউজ টিভি ডিজিটাল প্লাটফর্ম
এস. এম. কে. মিজান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
অভিযান নিউজ টিভি।
ডিজিটাল সাংবাদিকতার জগতে ধাপে ধাপে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে অভিযান নিউজ টিভি। অল্প সময়ের মধ্যেই গণমাধ্যমটি দর্শক ও পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে, যা এর সাম্প্রতিক পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে উঠেছে। গত তিন মাসে অভিযান নিউজ টিভির প্রধান ফেসবুক পেজ থেকে প্রায় ২০ লাখ মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ, দ্রুত আপডেট এবং জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিবেদন প্রচারের ফলে ডিজিটাল প্লাটফর্মে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।এরই ধারাবাহিকতায় আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গণমাধ্যমটি। ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, অভিযান নিউজ টিভির প্রধান ফেসবুক পেজ “অভিযান নিউজ টিভি” থেকে প্রকাশিত সংবাদে গত ২৮ দিনে ১০ লাখেরও বেশি মানুষ সরাসরি সংযুক্ত ও উপকৃত হয়েছেন। ডিজিটাল মাধ্যমে সংবাদ দেখার এই সংখ্যা প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জনের পেছনে রয়েছে অভিযান নিউজ টিভির সম্মানিত ভিউয়ার্স, পাঠক, মাঠপর্যায়ের প্রতিনিধি, কর্মরত অফিস স্টাফ এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর নিরলস সহযোগিতা ও সমর্থন।এ বিষয়ে অভিযান নিউজ টিভির প্রধান সম্পাদক এস. এম. কে. মিজান বলেন,“এক সময় অভিযান নিউজ টিভি আমাদের সবার প্রিয় ও বিশ্বাসযোগ্য চ্যানেলে পরিণত হবে। ধৈর্য ও সততার সঙ্গে কাজ করে গেলে সাফল্য অবশ্যই আসবে।”তিনি আরও বলেন, দেশ ও মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই অভিযান নিউজ টিভির মূল লক্ষ্য।তিনি আগামীতেও সকল সাংবাদিক, প্রতিনিধি ও সংশ্লিষ্টদের পেশাদারিত্ব বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং দর্শক-পাঠকদের পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত