জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নড়িয়া উপজেলায় মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিষয়ে ৪১ টি পুরষ্কার অর্জন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
-
৬
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নড় কলকাতায় অবস্থিত কেন্দীয় ভাবে জাতীয় পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠান মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ সাংস্কৃতিক পর্যায়ে সর্বাধিক ৪১ টি পুরষ্কারে বিজয়ী হয়েছে।
জানা যায়, মোট ১৯ টি ক্যাটাগরি:
কেরাত,হামদ,নাত,ইংরেজি রচনা,ইংরেজি বক্তব্য, দেশাত্মবোধক গান,রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত,উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারিগান,নির্ধারিত বক্তৃতা, নৃত্য লোক নৃত্য, দেয়াল পত্রিকা, তাৎক্ষণিক অভিনয় ইত্যাদি বিষয়ে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা ক শাখা ৭ম ও ৮ম শ্রেণি, খ শাখা ৯ম ও ১০ শ্রেনি, গ ১১শ- ১৩শ শ্রেণিতে এই ফলাফল করে।
এই বিশেষ অর্জনের জন্য শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক, পরিচালনা কমিটিসহ এলাকাবাসী সকলেই আনন্দিত।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলকে বিশেষ করে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শুভকামনা জ্ঞাপন করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন