সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফুলের হাসি ফাউন্ডেশন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
-
২
বার পড়া হয়েছে

ইফতে খারুল, চট্রগ্রাম প্রতিনিধি।
ফুলের হাসি ফাউন্ডেশন এর উদ্যোগে অপারেজেয় বাংলাদেশের সুবিধা বঞ্চিতশিশুদের মাঝে শীতবস্ত্র, উপহার সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, অপারেজয় বাংলাদেশ এর ইনচার্জ জিনাত আরা বেগমের সভাপতিত্বে, সাবরিনা আফরোজার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক তসলিম হাসান হৃদয় ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান ভুইয়া, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মো: কামাল হোসেন, নয়ন খান, সুমন চৌধুরী, সুবর্না আক্তার প্রমুখ।প্রধান অতিথি তসলিম হাসান হৃদয়, মানুষ মানুষের জন্য, সম্মান দেয়ার মালিক মহান আল্লাহ।তিনি বাদশা কে ফকির আর ফকির কে বাদশা করেন। সমাজের মানুষ যদি যার যার অবস্থান হতে ছোট ছোট কর্মসুচীর মাধ্যমে মানবিক হয়ে আগামীর নতুন প্রজম্মকে উদার, সৎ ও মানবিক হওয়ার শিক্ষা দিতে পারে তাহলে এই সমাজ পরিবর্তন হবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। প্রধান আলোচক মিডিয়া ব্যাক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভুইয়া তার বক্তব্যে বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা কেবল চলতে ফিরতে প্রয়োজন হয় কিন্তু নৈতিক,সামাজিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত না হলে সমাজ সংস্কারে এর প্রভাব পড়বেনা।।প্রতিটা পরিবার থেকে মানবাধিকার নিশ্চিত করতে হবে।।মানবতায় সবাইকেই সাধ্যমতো এগিয়ে আসতে হবে।সভাপতি, জিনাত আরা বেগম বলেন, ফুলের হাসি ফাউন্ডেশন সব সময় অপারেজয় বাংলাদেশ এর সাথে থাকে। এছাড়াও সকলকে মানবিক কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে সকল মানবিক কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন