প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৬:১৫ এ.এম
লালমাইয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ট্রাক্টর জব্দ
মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
গত শনিবার (১০ জানুয়ারি) কুমিল্লার লালমাই উপজেলার হাজতখোলা নামক স্থানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি (০১টি) ট্রাক্টর জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন লালমাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বরতা নষ্ট ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
লালমাই, কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত